• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ আগস্ট ২০২৩

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি, কম্পিউটার, গণিত ও যোগাযোগে উপজেলা পর্যায়ে কর্মক্ষমতা মূল্যায়ন অনুষ্ঠান হয়েছে। ভাব বাংলাদেশের আয়োজনে এবং রোটারি গেøাবাল গ্রান্ট প্রজেক্টের অর্থায়নে বুধবার দুপুরে উপজেলার রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অংক, ইংরেজি, কম্পিউটার বিষয়ে এবং বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়, নেওয়াশী জাগরণী বালিকা বিদ্যা নিকেতন এবং ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুতফুন নেছার সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মশিউর রহমান, সোনাহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, জাগরণী বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আবু আব্দুর রহমান সিদ্দিকী, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার মাইদুল ইসলাম প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads